12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

স্বামী বললেন আমি গর্বিত, মিমের উত্তর আমি অবাক!

স্বামী বললেন আমি গর্বিত, মিমের উত্তর আমি অবাক! - the Bengali Times
স্বামীর সঙ্গে মিম ছবি ফেসবুক থেকে নেওয়া

গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘পরাণ’। রায়হান রাফির পরিচালনায় ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় মিমের বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। সিনেমাটি নিয়ে এখন সবখানেই চলছে আলোচনা-সমালোচনা।

মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি দর্শক সারিতে বসে উপভোগ করলেন স্বামী সনি পোদ্দার। শুধু তাই নয়, সিনেমাটি নিয়ে দু’চার কথাও লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি উল্লেখ করেন, মিমের স্বামী হিসেবে তিনি গর্বিত। আর ‘পরাণ’ তার পরাণে জায়গা করে নিয়েছে।

- Advertisement -

তার ভাষ্য, ‘আমি যখন মিমের বয়ফ্রেন্ড ছিলাম, তখন সিনেমাহলে একা বসেই তার (মিম) সিনেমা উপভোগ করেছি। তার অভিনীত আমার দেখা প্রথম সিনেমার নাম “সাপলুডু”। বিয়ের আগে দুজনে একসঙ্গে বসে মিমের কোনো সিনেমা দেখা হয়নি।’

বিয়ের পর মিমের অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা “পরাণ”। আজকে (গতকাল শনিবার) ব্লকবাস্টারে এই প্রথম দুজন একত্রে বসে মিমের সিনেমা দেখলাম। সঙ্গে দেখলাম দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস! “পরাণ” আমার পরাণে জায়গা করে নিয়েছে, আর মিম তো সবসময়ই পরাণেই আছে!’

তিনি আরও বলেন, ‘বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে আমি গর্বিত। তবে বিয়ের আগে “পরাণ” সিনেমাটা দেখলে, অনন্যা চরিত্রটির সঙ্গে সম্পর্ক করার আগে কিছুটা হলেও ভেবে দেখতাম! আমি ভাগ্যবান, পর্দার অনন্যার সঙ্গে বাস্তবের বিদ্যা সিনহা মিমের কোনো মিল নেই!’

স্বামীর স্ট্যাটাসটি মিম শেয়ার করেছেন তার ফেসবুকে। আর সেখানে তিনিও লিখেছেন কিছু কথা। এই অভিনেত্রীর কথা, ‘Thank you my Poran! তুমি আমাকে নিয়ে লিখেছ, আমি খুবই অবাক! “পরাণ”র সাফল্যের এই কৃতিত্ব অবশ্যই পুরো টিমের। পরিচালক রায়হান রাফি থেকে শুরু করে আমার কো-স্টার রাজ, ইয়াশ এবং বাকি সবাইকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ লাইভ টেকনোলজির অতুল ভাই এবং আরাফাত ভাইকে। আর অবশ্যই ধন্যবাদ আমার প্রাণপ্রিয় দর্শকদের।’

- Advertisement -

Related Articles

Latest Articles