4.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধার, যা বললেন শ্রীলেখা

অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধার, যা বললেন শ্রীলেখা - the Bengali Times
শ্রীলেখা উদ্ধারকৃত টাকা ও অর্পিতা বাঁ থেকে

ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইস্যু এখন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়া। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্পিতা মুখার্জি নামের এক অভিনেত্রীর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও গয়না উদ্ধারের বিষয়টি। তিনি আবার মন্ত্রী পার্থ’র ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

শনিবার (২৩ জুলাই) অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

- Advertisement -

এ সময় তার বাসা থেকে নগদ ২১ কোটি রুপি, প্রায় ৫০ লাখ রুপি মূল্যের গয়না, প্রচুর বিদেশি মুদ্রা ও ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে কলকাতার শোবিজ জগতে। অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করছেন। অভিনেত্রী শ্রীলেখা ফেসবুকে লিখেছেন, ‘পুরনো কেসগুলো দেখুন ইডি। অনেকে আছেন, একে ওকে ধরে কেস ধামাচাপা দিয়েছেন। ’

গণমাধ্যমকে শ্রীলেখা বলেছেন, ‘একে একে সব রাঘব বোয়াল সামনে আসবে। কথায় আাছে না, কান টানলে মাথা আসে। এ বার বড় বড় মাথারা ধরা পড়বে। ’

শ্রীলেখার দাবি, সিনেমা জগতটা নিয়ন্ত্রণ করে রাজনৈতিক ব্যক্তিরা। তার ভাষ্য, ‘পুরো চলচ্চিত্র জগত এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা পরিচালিত। আমাকে ২১ জুলাই মঞ্চে দেখা যায় না। আমি মিছিলে হাঁটি না। একটি অন্য কোনও দলের সমর্থক বলে তিন মাস কোনও কাজের সুযোগ আসেনি। ’

- Advertisement -

Related Articles

Latest Articles