9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্রবাসে থাকাকালে রুমমেটের স্ত্রীর সঙ্গে ‘সুসম্পর্ক’, দেশে ফিরে ‘ধর্ষণ’

প্রবাসে থাকাকালে রুমমেটের স্ত্রীর সঙ্গে ‘সুসম্পর্ক’, দেশে ফিরে ‘ধর্ষণ’ - the Bengali Times
প্রতীকী ছবি

সৌদি আরবে থাকাকালে রুমমেটের স্ত্রীর (২৪) সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন সবুজ পাঠান (২৯)। ওই সম্পর্কের জেরে দেশে ফিরে রুমমেটের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ অভিযোগে আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই নারী সবুজের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

সবুজ সদর উপজেলার দাদশী ইউনিয়নের বাসিন্দা। সৌদিতে থাকা সবুজ সম্প্রতি দেশে ফিরেছেন।

- Advertisement -

ভুক্তভোগী অভিযোগ করেন, ২০ জুলাই রাত ১০টার দিকে সবুজ পাঠান তাদের বাড়িতে আসেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাকে ধর্ষণ করেন। ওই সময় তার শিশু ছেলের ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। এতে স্বজনরাসহ প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ পাঠান কৌশলে পালিয়ে যান। পরে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন তিনি।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। একই সঙ্গে আসামি সবুজ পাঠানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles