
হঠাৎ করে এতো কাল পরে, আমার কানে কানে
কে যেনো বলে গেলো
আমার একজন তুই চাই ।
কথাটা আমার হৃদয়ে রিন রিন করে বেজে উঠলো ।
আমারো মনে হতে লাগলো , আমারো একজন তুই চাই।
এখন একজন তুই আমি ভীষণ ভাবে চাই।
যারা ছিলো আমার ছোট বেলার তুই, কিশোর বেলার তুই।
যেখানে নেই জটিলত ছিলো সরলতা।
সারা বেলা হাসি খেলা ।
যে তুই গুলো ছিলো আমার স্কুলের কলেজের তুই, বিশ্ববিদ্যালয়ের তুই-
শামসুন্নাহার হলের ৩৩৬ নাম্বার রুমের রাখি শামার মতো তুই চাই অনেক বেশী ।
আমি চাই প্রান খুলে কথা বলার মতো , বিনা কারনেই হেসে গড়িয়ে পরার মতো তুই।
আমি চাই আইরিনের মতো একজন তুই
যে কিনা বাড়ি থেকে সোজা চলে আসতো আমাদের রুমে-
একসাথে দলবেঁধে ক্লাসে যাবে বলে।
বিশ্ববিদ্যালয়ের চত্তরে কিংবা ক্লাসরুমের পাশে দাঁড়িয়ে ,কামল, বাদল, লেবু, বাবুল তুইদের সাথে দলবেঁধে আড্ডা দেয়া
কোথায় গেলো আমার সে তুই গুলো।
যার যার অবস্থানে সব তুইরা,
নানা বেড়া জালে আটকে পড়েছে ।
কোথায় হারিয়ে গেলিরে তোরা সব তুইয়েরা?
আমার যে বড্ড একজন তুইয়ের দরকার।
যে তুইতে থাকবে বন্ধুত্ব , বিশ্বাস , ভালোবাসা ।
সে তুইদের আমি খুঁজে পেতে চাই।
ম্যাল্টন, অন্টারিও, কানাডা