6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বুবলীর সঙ্গে রাফীর প্রেম, যা বললেন তমা মির্জা

বুবলীর সঙ্গে রাফীর প্রেম, যা বললেন তমা মির্জা
ছবি সংগৃহীত

রায়হান রাফীর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘টান’ ও ‘৭ নম্বর ফ্লোর’ দুটি ওয়েব ফিল্ম করতে গিয়েই নায়িকা বুবলীর সঙ্গেই নাকি শীতল সম্পর্কে জড়ান পরাণ খ্যাত পরিচালক রাফী। একাধিক সংবাদ মাধ্যমে এসেছে, রাফীর নিকেতনের অফিসে বুবলীকে প্রায়ই যেতে দেখেছেন। রাফী বলছেন, হ্যাঁ বুবলী আমার অফিসে আসে। নতুন প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য আসে। এই প্রেমের সম্পর্কের খবরের কোনো ভিত্তি নেই।

প্রেমের গুঞ্জন অস্বীকার করে বুবলী জানিয়েছেন, এটি ভিত্তিহীন খবর। অনেকেই তার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে না পেরে হয়তো এসব ছড়াচ্ছে।

- Advertisement -

অন্যদিকে, রাফী-বুবলীর প্রেমের গুঞ্জনে বারবার উঠে আসছে নায়িকা তমা মির্জার নাম। এ প্রসঙ্গে তমা শুরুতেই বলেন, নো কমেন্টস। পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী বলেন, আমি রাফীকে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছে বুবলী আপুর সঙ্গে তার কিছু নেই। এমনকি ‘৭ নম্বর ফ্লোর’-এর শুটিংয়ের পর থেকে তাদের দেখা হয়নি, যোগাযোগ নেই। আমি নিজেও দেখিনি তাই কথাটা বিশ্বাস করার পরে জানলাম তারা নাকি একসঙ্গে কাজ করতে যাচ্ছে। মাঝেমধ্যে তাদের দেখা হয়।

তমা মির্জা বলেন, এক্ষেত্রে আমি দুই রকম স্টেটমেন্ট পেয়েছি। তাহলে আমার কি বলার থাকে? তাদের যদি কিছু থেকেও থাকে সেটা নিয়ে আমার মন্তব্য দেয়া উচিত না। আমি তখনই মুখ খুলবো যখন কেউ আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলবে। এখনো পর্যন্ত এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ এটা সত্যি অনেকেই আমাকে রাফী ও বুবলীর এই প্রেমের গুঞ্জন সম্পর্কে বলেছে।’

- Advertisement -

Related Articles

Latest Articles