পুলিশের গাড়িতে বসেই জন্মদিনের কেক কাটলেন খুনের দায়ে অভিযুক্ত এক গ্যাংস্টার! ভারতের মহারাষ্ট্রের থানের উলহাসনগরের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
খবরে বলা হয়, খুনে অভিযুক্ত রোশন ঝা কে জেল থেকে কল্যাণের একটি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। জেলের বাইরে জন্মদিন উপলক্ষে রোশনের অনুগামীরা কেক নিয়ে হাজির হন। জেল থেকে বের হওয়ার পরই পুলিশের গাড়িতে জানলার পাশে বসে সেই কেক কাটেন ওই অভিযুক্ত। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তার অনুগামীরা।
পরে ওই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে কীভাবে ওই অভিযুক্তকে জন্মদিনের কেক কাটতে দেয়া হলো, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
পুলিশ জানিয়েছে, উলহাসনগরের বাসিন্দা রোশন এলাকায় গ্যাংস্টার হিসাবেই পরিচিত। খুন, চাঁদাবাজিসহ একাধিক মামলায় থানের বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে।
ভিডিওটি দেখুন…
Attempt to murder accused was allowed to cut his birthday cake which was later put on social media by his friends
the birthday celebration was allowed outside Kalyan Court and now departmental enquiry is initiated against the concerned cops on duty#viralvideo@Thane_R_Police pic.twitter.com/I3jPD5tBQA
— Indrajeet chaubey (@indrajeet8080) August 22, 2022
সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়া টাইমস