7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ফেসবুকে প্রেম, বাসায় ডেকে প্রেমিককে বিবস্ত্র করে ভিডিও ধারণ

ফেসবুকে প্রেম, বাসায় ডেকে প্রেমিককে বিবস্ত্র করে ভিডিও ধারণ

আশুলিয়ার উত্তর গাজিরচটের বুড়িবাজার এলাকায় প্রেমের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

- Advertisement -

রোববার (২১ আগস্ট) বিকেলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। এ সময় থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের আদালতে পাঠায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাটের চিলমারী থানার আরুয়াবনি গ্রামের নজরুল ইসলাম (২৮), আশুলিয়ার উত্তর গাজিরচটের বুড়িবাজার এলাকার অঞ্জনা ভূঁইয়া (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার শ্রীপুর ছাতানাবাড়ী গ্রামের নাজমুল হুদা (১৫), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মৌলভীরচর গ্রামের মতিউর রহমান (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আটরশি বালুটুমি গ্রামের হাছনারা (২৪), গাজীপুরের জয়দেবপুর থানার লক্ষ্মীপুর গ্রামের সাব্বির মিয়া (১৯), মাদারীপুরের কালকিনি থানার এনায়েতনগর গ্রামের মোসা. জান্নাত (২২) ও তার বোন মোছা. জামিলা নুসরাত (১৮)। তবে এ ঘটনায় পলাতক আছেন মাসুদ রানা, মেঘলা আক্তার, তানিয়া আক্তার, সাথী বেগম, আকাশ, জাহাঙ্গীর, বৃষ্টি, সূচি বেগমসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহপরান নামে এক যুবকের সঙ্গে হাছনারা নামে এক নারীর প্রেমের সম্পর্ক হয়। পরে শাহপরান গত ২০ আগস্ট বিকেলে হাছনারার বাসায় দেখা করতে যান। এ সময় আগে থেকেই উপস্থিত থাকা অভিযুক্তরা তাকে মারধর করে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহপরানকে মারধর করে তারা।

এদিকে ভুক্তভোগী যুবক কৌশলে সিপিসি-২, র‌্যাব-৪ এর কন্ট্রোল রুমে জানালে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে । এ সময় র‌্যাব গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আশুলিয়া থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের আদালতে পাঠায়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles