7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

গ্রিসে ‘গুম আতঙ্কে’ বাংলাদেশিরা

গ্রিসে ‘গুম আতঙ্কে’ বাংলাদেশিরা

গ্রিসের রাজধানী এথেন্সের কাছের লাপাস শহরে কয়েক হাজার বাংলাদেশির বসবাস। সম্প্রতি সেখানে এক বাংলাদেশি অভিবাসী নিখোঁজ হন। এরপর থেকে আতঙ্কে আছেন সেই এলাকায় থাকা বাংলাদেশিরা।

- Advertisement -

জার্মানভিক্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানা যায়, বেশ কিছুদিন আগে লাপাস শহরে অবস্থানরত মোহাম্মদ ওয়াহিদ মিয়া নামের এক বাংলাদেশি নিখোঁজ হন। তিনি লাপাতের একটি বাংলাদেশি দোকানে কাজ করতেন। এ ছাড়া তিনি হুণ্ডি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

লাপাসে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী মোহাম্মদ মকবুল হোসেন বলেন, ‘লাপাসে আমি ১০ বছর ধরে বাস করি। অনেক শান্ত পরিবেশ ছিল। কিছুদিন আগে এ এলাকা থেকে এক বাংলাদেশি গুম হয়েছে। কে বা কারা তাকে তুলে নিয়ে গেছেন তা আমি জানি না।’

মোহাম্মদ মকবুল হোসেন আরও বলেন, ‘শুধু আমি না, আমরা যারা লাপাসে বাস করি প্রায় সব লোকই আতঙ্কে আছি। আমাদের রাতে চলাফেরা করতে হয়। বাসায় ফিরতে রাত ২টা-৩টা বেজে যায়।’

লাপাসের বাংলাদেশিরা জানান, নিখোঁজ হওয়ার পর ওয়াহিদের মামা স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে বাংলাদেশি দোকানি অর্থাৎ যে দোকানে ওয়াহিদ কাজ করতেন সেই দোকান মালিক পলাতক রয়েছেন। দেশটিতে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আতঙ্কে আছেন বাংলাদেশিরা।

১২ বছর ধরে গ্রিসে অবস্থান করা আরেক বাংলাদেশি অভিবাসী রফিক জানান, ‘এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা আতঙ্কিত।’

লাপাসে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের অনেকেই সেখানে কৃষিকাজে জড়িত। বাংলাদেশ থেকে বীজ এনে তারা নানা ধরনের সবজি চাষ করছেন। গ্রিসের আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় সেখানে কৃষি ক্ষেতে বাংলাদেশি সবজির উৎপাদন ভালো হয় বলে জানা গেছে। লাপাসের বেশ কয়েকটি কৃষি জমিতে দেখা গেছে, বাংলাদেশিরা বিভিন্ন সবজি যেমন লাউ, শিম, বরবটি, পটল, মিষ্টি কুমড়া ও কচুসহ নানা ধরনের সবজির চাষ করছেন।

সম্প্রতি বাংলাদেশ থেকে গ্রিক সরকারের শ্রমিক আনার বিষয়ে নতুন চুক্তি নিয়ে বেশ আশাবাদী দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে, দেশটিতে চাকরির সুবিধা রয়েছে। এ সুযোগ নিতে পারেন বাংলাদেশি অভিবাসীরা। তবে বাংলাদেশিদের নির্বিঘ্নে ও কম খরচে গ্রিসে আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান প্রবাসীরা।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles