
রোজই নিত্যনতুন পোশাক। এই পোশাকই উর্ফিকে সব সময় আলোচনায় রাখে। এমনকি তার ফ্যাশান সেন্স নিয়ে আলোচনা করেন খোদ রণবীর সিং-এর মতো তারকা। উর্ফিও যে আলোচনায় থাকতে পছন্দ করেন, তা বলার অপেক্ষা রাখে না। রোজই সেজেগুজে এসে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন। তবে বুধবার হঠাৎ কী এমন হলো সোশাল মিডিয়ায় সেনসেশনের। পাপারাজ্জির ক্যামেরা দেখেই দিলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়।
সোশাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছিলেন উর্ফি। পরনে ব্রা আর শর্টস, মুখে মাস্ক, খোলা চুল আর পায়ে স্লিপার। মেকআপ ছাড়াই রাস্তায় বের হয়েছিলেন। পাপারাজ্জির ক্যামেরা উর্ফির ওপর পড়তেই প্রথমে দ্রুত হাঁটা শুরু করলেন। প্রথমে তিনি পাপারাজ্জির উদ্দেশে বলেন, ‘আগে রেডি হয়ে আসি, একটু যেতে দিন’। পাপারাজ্জি তার থেকে ক্যামেরা না সরালে মুখ লুকাতে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলেন উর্ফি। সোশালে উঠে আসা ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
কেউ লিখেছেন, ‘ওকে একা ছেড়ে দিন।’ কেউ বলছেন, ‘আমার মনে হয় এটাই ঠিক পোশাক।’ কারোর কথায়, ‘ধরে রাখুন, ক্যামেরা সরাবেন না’। সূত্র : এইসময়