
প্রতীকী ছবি
দুই কিশোরী একজনকেই ভালোবাসে। এ নিয়েই ঝামেলা বাধে প্রকাশ্য বাস স্ট্যান্ডে। ঝামেলা এত দূর গড়ায় যে, হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।
সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের পৈঠানে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গত বুধবার সকালে পৈঠানের বাস স্ট্যান্ডে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল এক কিশোরী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় অন্য এক কিশোরী। তারপরেই শুরু হয় ঝগড়া। পরে তা গড়ায় হাতাহাতিতে। দুই কিশোরীর মধ্যে যখন হাতাহাতি চরমে, তখন ঘটনাস্থল থেকে সরে পড়ে ওই কিশোর। তা দেখে হাসাহাসি শুরু করে উপস্থিত লোকজন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তারা গিয়ে দুই কিশোরীকে থানায় নিয়ে আসে। এরপর বুঝিয়ে-সুঝিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।