12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ক্যানাবিস সরবরাহ শুরু করেছে ওসিএস

ক্যানাবিস সরবরাহ শুরু করেছে ওসিএস - the Bengali Times
ছবি রিচার্ড টি

অন্টারিও ক্যানাবিস সেন্টারের (ওসিএস) বিতরণ কেন্দ্রগুলো সেবা প্রদান আবার শুরু করেছে বলে জানিয়েছে তারা। এক লজিস্টিকস অংশীদারের ওপর সাইবার হামলার কারণে প্রদেশের পাইকারী পট বিক্রেতার কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়।

কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড লোবো ওসিএসের ওয়েবসাইটে দেওয়া এক নোটে বলেন, সেবা সর্বোচ্চ মানে ফিরিয়ে আনতে কোম্পানি সার্বক্ষণিক কাজ করছে এবং শাটডাউনের কারণে যেসব সরবরাহ আটকে গিয়েছিল সেগুলোর সরবরাহ পুনরায় শুরু করেছে। ওসিএসের প্ল্যাটফরমে যেসব সরবরাহ আদেশ দেওয়া হয়েচিল পর্যায়ক্রমে সেগুলো প্রক্রিয়া করা হবে।

- Advertisement -

তৃতীয় পক্ষের বিতরণ কেন্দ্র ডোমেইন লজিটিকসের মূল কোম্পানিতে ৫ আগস্টের সাইবার হামলার বিষয়টি গত সোমবার ঘোষণা করে ওসিএস। তবে ওসিএসের সিস্টেমে আক্রমণ বা এর গ্রাহকদের তথ্য চুরির কোনো ইঙ্গি পাওয়া যায়নি।

সাইবার হামলার ফলে সরবরাহ বন্ধ অব্যাহত থাকলে তাদের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি গ্রাহকরা অবৈধ বাজারের দিকে ঝুঁকে পড়তে পারে বলে আশঙ্কা করেছিল পট শপগুলো।

 

- Advertisement -

Related Articles

Latest Articles