13.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

সুখী দাম্পত্যের গোপন রহস্য জানালেন ঐশ্বরিয়া

সুখী দাম্পত্যের গোপন রহস্য জানালেন ঐশ্বরিয়া

ছবি সংগৃহীত

৯০-এর দশকে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বলিউডে পা রেখেছিলেন। এরপর কয়েক বছরের মধ্যেই শীর্ষ অভিনেত্রী হিসেবে জায়গা করে নেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শুধু কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনেও সফল এই অভিনেত্রী। কারণ, ১৫ বছরেরও বেশি সময় ধরে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তিনি।

কিন্তু কী সেই মন্ত্র যাতে ধরে রাখা যায় সম্পর্কের বন্ধন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সুখী দাম্পত্যের সেই গোপন রহস্যই ফাঁস করেছেন ঐশ্বরিয়া।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে ঐশ্বরিয়া বলেন, বিশ্বাস, হৃদয়, মন, এবং আত্মা সব কিছু দিয়ে ভরসা রাখুন। যেভাবেই হোক শরীরও সেই পথই অনুসরণ করবে!

তিনি আরও বলেন, নিজের প্রতি নিজে নির্মমভাবে সৎ হন। নিজেই নিজের বন্ধু হন। বাস্তব অভিজ্ঞতা থেকে শিখুন, সেই শিক্ষাই জীবনের পাথেয় হবে।

বিয়ে নিয়ে যে এ প্রজন্মের মধ্যে এত অবিশ্বাস, অনীহা দেখা দিচ্ছে, সে বিষয়ে কী মত ঐশ্বর্যার? জবাবে অভিনেত্রী বলেন, ‘আপনি বিয়ে বলতে যা বোঝেন বিয়ে আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। বিদ্বেষীদের বিশ্বাস করবেন না। মানুষ এতদিন ধরে বিয়ে নিয়ে ঠাট্টা-তামাশা করেছে, তাই সহজে ধারণা বদলানো মুশকিল। ’

‘তবে এটুকু বলতে পারি এতে দারুণ মজা। তবে বিয়ে তখনই করুন, যখন আপনি সঙ্গীকে নিয়ে ৫০০ শতাংশ নিশ্চিত হন। যদি এতটুকুও সংশয় থাকে, অবিশ্বাস থাকে, তা হলে বিয়ে করবেন না’, বলেন ঐশ্বরিয়া।

শিগগিরই মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান-১’-এ রাজকুমারি নন্দিনির চরিত্রে দেখা যাবে অভিষেকপত্নীকে। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সেই ছবি।

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, স্বামী অভিষেকের সঙ্গে ছবি করার ইচ্ছে রয়েছে তার। কিন্তু উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা সম্ভব হচ্ছে না।

- Advertisement -

Related Articles

Latest Articles