
অভিনেত্রী সোনালী ফোগটের রহস্যজনক মৃত্যুর পর এবার বৈশালী ভালসারার লাশ মিলল নদীর তীরে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বন্ধুর বাড়িতে যাবেন বলে বাসা থেকে বের হয়েছিলেন বৈশালী। পরের দিন নদীর তীরে গাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অভিনেত্রী সোনালীর মৃত্যু রহস্য কাটতে না কাটতেই গুজরাটের এই গায়িকার রহস্যময় মৃত্যু চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, বৈশালীর মৃত্যুর আগের দিন তার স্বামী থানায় নিখোঁজ ডায়েরি করেন। তিনি বলেন, আগের রাতে বাড়ি না ফেরায় চিন্তিত হন, তাকে ফোন করেও পাওয়া যায়নি।
পরে পুলিশ নদীর তীরে থাকা একটি গাড়ি থেকে বৈশালীর লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গলা টিপে হত্যা করা হয়েছে তাকে।
জেলা পুলিশ সুপার রাজদীপসিংহ জালা বলেন, ‘শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বৈশালীর। আমরা ড্রাইভিং সিটের নিচ থেকে তার স্লিপারও খুঁজে পেয়েছি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, জামাকাপড়ও ছিল অক্ষত। এ ছাড়া কোনো রকম প্রতিরোধের প্রমাণও তার শরীরে পাওয়া যায়নি। ’
ফরেনসিকের কর্মকর্তারা ঘটনাস্থলে গাড়ি থেকে নমুনা সংগ্রহের পর বৈশালীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় পারদি রেফারেল হাসপাতালে। গতকাল সোমবার সকালে তার ময়নাতদন্ত হয়েছে।