
স্কুলের প্রধানশিক্ষক বলে কথা, তার ওপর আবার গরমে নাজেহাল অবস্থা। এর মধ্যে শিক্ষার্থীদের খাতা দেখারও ব্যাপার আছে। তাই একটু আয়েশ করে বেঞ্চের ওপর পা তুলে বসে খাতা দেখার কাজটি তিনি করছিলেন। এখানেই শেষ নয়, একটু স্বস্তি পেতে অন্য এক শিক্ষিকাকে পাশে বসিয়ে বাতাস করাচ্ছিলেন। সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ্যে আসায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়েকুণ্ডা ব্লকের দুলুবামই তিওয়ারিপুর প্রাথমিক বিদ্যালয়ের। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই স্কুলের প্রধানশিক্ষক ভানুপ্রতাপ বেঞ্চের ওপর পা তুলে বসে খাতা দেখছেন। তার পাশে স্কুলের অন্য শিক্ষিকা হাতপাখা দিয়ে বাতাস করছেন। আর সেটি ভাইরাল হতেই জেলা শিক্ষা মহলে শোরগোল পড়ে গেছে।
এ প্রসঙ্গে জেলা শিক্ষা আধিকারিক ভূপেন্দ্র সিংহ বলেন, ‘ভিডিওটি আমাদের হাতে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সঠিক হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’