এখানে কোনো অভিনয় নেই, নেই কোনো সিনেমার শুটিংয়ের স্ক্রিপ্টে থাকা দৃশ্য ধারণ। শত কিলোমিটার দূরে সুদূর মালদ্বীপে এখন রাজ-শুভশ্রী। এই নির্জনতার মাঝে, সাগরের নীল পানিতে ভেজা কিছু দৃশ্যের ছবি দেখে পাঠকের মনে হতে পারে, বোধয় কোনো শুটিংয়ের জন্য তারা প্রস্তুত। না পাঠক এমন কিছু নয়। শুধু ঘুরতেই গিয়েছেন অভিনেতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একান্তে কিছু সময় কাটানোর জন্যই তাদের এত দূরে যাওয়া।
তবে নিজেদের এমন অন্তরঙ্গ ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে বেশ সরব করে দিয়েছেন তাদের ভক্তকুল। তবে ভক্তের মনে নানান প্রশ্ন জাগলেও কিংবা তাদের দুজনার ছবি দেখে ভাববেন না তাদের ছেলে যায়নি। সঙ্গে তাদের সন্তানও রয়েছে। তবে ছবিতে নেই।
যত দূর চোখ যায়, শুধুই অথৈ পানি। তারই মাঝে কাছাকাছি তারা দুজন। ভেজা শরীরে রোদের আলোয় রাজের হাত ছুঁয়েছে শুভশ্রীর হাত। ব্যস্ত সময়কে বিদায় জানিয়ে এ যেন দিন কয়েকের বিরতি। শহুরে কোলাহল ছেড়ে নিজেদের মতো করে দিন যাপনের আনন্দটুকুই যেন এখন তাদের কাছে মুখ্য বিষয়।