বাংলাদেশি কানাডিয়ান পরিবারের সন্তান জারিফ ইকবালের সন্ধানে সহায়তা চাইছে টরন্টো পুলিশ।
টরন্টো পুলিশের সূত্রে জানানো হয়, ১৯ বছর বয়সী জারিফ ইকবালকে সর্বশেষ দেখা গেছে গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় ইভানস-হরনারস এভিনিউর ইন্টারসেকশনে। সে ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা। পুলিশ তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
জারিফ ইকবালের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে 416-808-2200 অথবা 416-222-8477 নম্বরে জানানোর জন্যে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশি-কানাডিয়ান জারিফ ইকবালের সন্ধান চাইছে টরন্টো পুলিশ
- Advertisement -