9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুসংবাদ দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুসংবাদ দিল পররাষ্ট্র মন্ত্রণালয় - the Bengali Times

আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা থেকে কুমিংয়ের উদ্দেশে রওনা করবে আটকেপড়া চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীরা। করোনাভাইরাসের কারণে দেশে এসে এসব শিক্ষার্থী আটকে পড়ে।

- Advertisement -

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসের শেষের দিকে চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করবেন। গত ৭ আগস্ট ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট ঢাকা থেকে কুমিংয়ের উদ্দেশে রওনা করবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ফ্লাইটি তার দুইদিন পর শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে। পরবর্তী মাসে দুটি ফ্লাইট (১০ ও ২৪ অক্টোবর) ঢাকা থেকে কুমিং যাবে। একই মাসে দুটি ফ্লাইট (১২ ও ২৬ অক্টোবর) ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাওয়ার কথা রয়েছে।

এই সময়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থী চীনে ফিরে যাবে বলে আশা প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পরও প্রয়োজনে আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles