12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

পরীক্ষা দিয়ে বের হতেই ‘ছাত্রীর শ্লীলতাহানি’, বখাটে আটক

পরীক্ষা দিয়ে বের হতেই ‘ছাত্রীর শ্লীলতাহানি’, বখাটে আটক - the Bengali Times

ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আরমান হোসেন নামে ২৬ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার দুপুরে সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুলের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আরমান সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের একরামুল হকের ছেলে।

পুলিশ জানায়, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে দুপুর ১টার দিকে সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে বের হন ওই ছাত্রী। স্কুল গেটে এলে তার হাতে থাকা পরীক্ষার ফাইল নিয়ে টানাটানি ও শরীরে হাত দেন আরমান। একপর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়। পরে আরমানকে ধরে পুলিশে খবর দেন ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা।

আরও পড়ুন :: বাংলাদেশকে যুদ্ধের ফাঁদে ফেলার অপচেষ্টা করছে মিয়ানমার!

সোনাগাজী মো. ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বলেন, উপস্থিত শিক্ষার্থীরা ভুক্তভোগী ছাত্রীকে নিরাপদে রেখে বখাটেকে পুলিশে হস্তান্তর করে।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, বখাটে আরমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles