
রাশিয়ার শিশু অধিকার কমিশনের কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। এ পদক্ষেপের ফলে ওই কর্মকর্তা বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আদ্রিয়েন ব্ল্যাংকার্ড।
তিনি বলেন, মারিয়া লভোবা-বেলোভার ওপর আর্থিক জরিমানার অর্থ হলো তাকে একঘরে করে ফেলা। সেই সঙ্গে তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা।
তবে গ্লোবাল অ্যাফেয়ার্স তার বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অপহরণ ও তাদেরকে রাশিয়ার হোমগুলোতে রাখায় সহযোগিতার অভিযোগ এনেছে। যুদ্ধ শুরু হওয়ার পর স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহান্স থেকে হাজারো শিশুকে রাশিয়ায় নিয়ে আসা হয়েছে। মস্কোর দাবি, তাদের বেশিরভাগই রাশিয়ার-ভাষাভষী।
কানাডায় ইউক্রেনের রাষ্ট্রদূত এর আগে বলেন, ওই শিশুদের ফিরিয়ের আনতে তার দেশ কঠোর চেষ্টা করে যাচ্ছে।
কানাডার সহায়তায় ইউক্রেন যে ২৮ হাজার সন্দেহজনক যুদ্ধপরাধের তদন্ত করছে, এই অপরহণও সেগুলোর মধ্যে রয়েছে।