6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বিরল প্রজাতির প্রাণীর জন্য নতুন আবাস

বিরল প্রজাতির প্রাণীর জন্য নতুন আবাস - the Bengali Times I Bengali Newspaper in Canada
টরন্টোর এক নারী স্থানীয় একটি গ্রোসারিতে বিরল প্রজাতির কমলা রঙের লবস্টারটি যখন দেখেন তখনই সিদ্ধান্ত নেন যে তার কিছু করা উচিত

টরন্টোর এক নারী স্থানীয় একটি গ্রোসারিতে বিরল প্রজাতির কমলা রঙের লবস্টার আবিস্কার করেছেন। সেটি দেখে তখনই সিদ্ধান্ত নেন যে, তার কিছু করা উচিত। নিকি লান্ডকুইস্ট নামের ওই নারী টুইটারে এক পোস্টে বলেন, প্রাণিটির মনোযোগ কাড়ার যথেষ্ট কারণ আছে এবং এটি উজ্জ্বল কমলা বর্ণের। যখন আমরা জানতে পারলাম যে এটা কতটা বিশেষ, তারপরও পরিস্কার হয়ে গেলো যে, প্রাণিটির জন্য নতুন আবাস খুঁজতে হবে।

লান্ডকুইস্ট এরপর লবস্টারটির নতুন আবাসের জন্য রিপ্লে’স অ্যাকুয়ারিয়াম অব কানাডার সঙ্গে যোগাযোগ করেন। রিপ্লে’সও লবস্টারটি উদ্ধারের সুযোগ হাতছাড়া করেনি। এর একটি আদুরে নামও দিয়েছে পিঞ্চি। সেই সঙ্গে ফেসবুকে তার নতুন ঠিকানার ঘোষণাও দিয়েছে।

- Advertisement -

অ্যাকুয়ারিয়ামের তরফ থেকে বলা হয়েছে, পরিবহনের সময় নিজেকে যেনো আঘাত করতে না পারে সেজন্য পিঞ্চির নখগুলো মোড়ানো হয়। তবে এখন সে ভালো আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles