12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

ইডেনে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

ইডেনে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে - the Bengali Times
ছবি সংগৃহীত

ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি আয়েশা ইসলাম মিমের বিরুদ্ধে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

- Advertisement -

ওই শিক্ষার্থী সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকালে হোস্টেলের রিডিং রুমে তর্কের জেরে মিম দলবল নিয়ে তার হোস্টেল রুমে এসেই চিৎকার করে বলতে থাকেন, কেন অবৈধ ছাত্রী বলা হলো তাকে? এ সময় তিনি চা পান করছিলেন। ছাত্রলীগ নেত্রী তার গায়ে চা ঢেলে দেন এবং তার হাত মুচড়ে দেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

তিনি বলেন, রিডিংরুমে ওই ছাত্রলীগ নেত্রী চেয়ার রেখে প্রবেশপথ দখল করায় তিনি অসুবিধা বোধ করেন। এসময় তিনি তাকে চেয়ার সরানোর অনুরোধ করেন। কিন্তু ওই নেত্রী তা শোনেননি। এরই প্রতিবাদ করে মিমের ছাত্রত্ব অনেক আগেই চলে যাওয়ায় তাকে অবৈধ শিক্ষার্থী বলেন তিনি। এরপরই তাকে দেখে নেওয়ার হুমকি দেন ওই নেত্রী।

তবে অভিযোগ অস্বীকার করে আয়েশা ইসলাম মিম বলেন, ‘তিনি ভিকটিমের ঘরে যাননি। কয়েকজন ছাত্রী সেখানে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ তর্ক-বিতর্কের জন্য ওই কক্ষে যায়। তিনি বিষয়টির সঙ্গে জড়িত ছিলেন না।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হোস্টেলের সুপার নাজনীন নাহার জানান, ‘এক শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা অভিযোগটি তদন্ত করছি। আমরা উভয় শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি। অভিযোগের কোনো প্রমাণ পেলে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।’

- Advertisement -

Related Articles

Latest Articles