6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নই হলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নারীদেরকে ৫৫ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

- Advertisement -

তাড়া করতে নেমে ১২ রানে ৩ উইকেট হারানোর পর ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি হলো চতুর্থ উইকেটে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু সিহার্শ অপরাজিত থাকলেন ৭১ বলে ৭৪ রানে। তারপরও ২০ ওভার ব্যাটিং করে যুক্তরাষ্ট্রের মেয়েরা ১০৩ রানের বেশি তুলতে পারলেন না। ৫৫ রানের বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার সুলতানা। ব্যাট করতে নেমে শুধুমাত্র ওপেনার শামীমা সুলতানার উইকেট হারিয়ে (১ উইকেটে) ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

৬৪ বলে ৭৭ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। অধিনায়ক নিগার সুলতানাও কম যাননি। ৪০ বলে ৫৬ রানের এক ঝড়ো ইনিংস খেলে তিনিও অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১০৩ রান করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্রের নারীরা। ৭১ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষ। তিনি ছিলেন অপরাজিত। বাকিদের মধ্যে লিসা রামজিত ৪১ বলে ২৬ রান করেন। বাংলাদেশের হয়ে সালমা খাতুন এবং নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles