
এক নারীকে যৌন হেনস্থায় জড়িত সন্দেহভাজন তিন ব্যক্তিকে খুঁজছে টরন্টো পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট ৩১ বছর বয়সী এক নারী ব্যাথার্স্ট স্ট্রিট ও ব্লুর স্ট্রিট ওয়েস্টের একটি স্থানে যানে। সেখানে অপরিচিত তিন ব্যক্তির মুখোমুখি হন তিনি। ওই নারী এক ব্যক্তির সঙ্গে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পর বাকি দুইজনও বেরিয়ে আসে।
ঠিক কী ঘটেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে ওই তিন ব্যক্তির বিরুদ্ধেই ওই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। সোমবার পুলশ সার্ভিল্যান্স ইমেজসহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিন ব্যক্তিকে সনাক্তে জনগণের সহায়তা চেয়েছে। তিন জনই ২৫ থেকে ৩৫ বছর বয়সী। প্রথম সন্দেহভাজনকে সর্বশেষ দেখা গেছে কালো টুপি, কালো টি-শার্ট, নীল প্যান্ট ও কালো জুতা পরা অবস্থায় দেখা গেছে।
দ্বিতীয় সন্দেহভাজনের মাথায় ছিল টারবাইন এবং পরনে ছিল বাদামি বা ক্রিম রঙের চেক শার্ট ও নীল প্যান্ট। ছোট করে কাটা বাদামি চুলে তৃতীয় সন্দেহভাজনের পরনে ছিল লা রঙের ফুল হাতা শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা। কারও কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৭৪৭৪ নাম্বারে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।