5.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

ডনটন ক্রিক এরিয়া থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ

ডনটন ক্রিক এরিয়া থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ - the Bengali Times
ফাইল ছবি

জীবনহানীর আশঙ্কার কারণে ইলেক্টোরাল এরিয়া বি (ডনটন ক্রিক এরিয়া) থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুয়ামিশ-লিলুয়েট রিজিয়নাল ডিস্ট্রিক্ট (এসএলআরডি)।

ডনটন ক্রিক এফএসআরে দাবানলের কারণে এই নির্দেশ জারি করা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার ওয়াইল্ডফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, লিলুয়েটের ১৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে জ¦লছে। আরসিএমপি এই নির্দেশ বাস্তবায়ন করছে এবং এলাকাটি এরইমধ্যে খালি করা হয়েছে।

- Advertisement -

২০০ হেক্টর এলাকাজুড়ে দাবানল দেখা দিয়েছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে জানিয়েছেন ওয়াইল্ডফায়ার কর্মকর্তারা। ইলেক্টোরাল এরিয়া বির দুইটি বাড়ি ডিস্ট্রিক্ট লট ৪৩৫৯ এবং ডিস্ট্রিক্ট লট ৪৩৬০ এর লট ২ এর জন্য খালি করার সতর্কতা দিয়েছে রিজিয়নাল ডিস্ট্রিক্ট।

তবে এই মুহূর্তে কোনো অবকাঠামো হুমকিতে নেই বলে ওয়াইল্ডফায়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে বিষয়টি পর্যালোচরা দরকার রয়েছে এবং ১১ জন কর্মকর্তা কাজটি করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles