নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ আন্দোলন গড়ার নয়, আন্দোলন ভাঙার ওস্তাদ বলে মন্তব্য করেছেন । শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির এক যুগপূর্তি ও ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মান্না বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক, মানবাধিকার পরিস্থিতি কেমন? এর কোনো পরিস্থিতিই নেই। গণতন্ত্রের নাম-গন্ধও নেই। যারা জনগণ আছেন, তাদের মানুষই মনে করা হয় না। মানবাধিকার কী দেবে? দেশের পরিস্থিতি কি গত ৫০ বছরে খারাপ হয়েছে? আমি মনে করি, গত ১৩ বছরে পরিস্থিতি খারাপ হয়েছে।’
দেশে নারী নির্যাতনের বিষয়ে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, “যৌতুক না দেওয়াসহ বিভিন্ন কারণে গ্রামে-গঞ্জে, শহরে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ প্রতিবাদে কেউ পথে নামছেন না। যারা ক্ষমতায় আছে, তারা মাঝে মাঝে বিএনপিকে উপদেশ দিয়ে বলে, ‘তোমরা আন্দোলন করতে জানো না, তাই পার না। আন্দোলন কীভাবে করতে হয়, তা আওয়ামী লীগের কাছে শেখ।’ আমি বলি, আওয়ামী লীগ ১৩ বছর ধরে জনগণের আন্দোলন ভেঙে দিচ্ছে নানা ছলেবলে কৌশলে।”