![জন্ম নিলাম তাঁরই তরে জন্ম নিলাম তাঁরই তরে](https://www.thebengalitimes.com/wp-content/uploads/2022/09/KOBITA-scaled.jpg)
রঙধনু ঐ হেসে ওঠে উদার সুনীল আকাশেতে,
সুখ মাখিয়ে রঙ ছড়িয়ে দিলো আমার মনেতে,
বলে, আমার তরেই জন্মেছো মায়ের আঁধারেতে।
ঢেউ দুলিয়ে কূল ভাসিয়ে সাগর কাছে আসে,
বুকের সকল মুক্তা রতন ছড়িয়ে রাখে পাশে,
আমার সাথেই ঝর্ণারে তোর মিলন অবশেষে।
পাহাড় বলে জন্ম আমার তাঁরই বুকের গহীনতায়,
দুঃখ ব্যথা সহ্য করে বাঁচতে হবে সেই’তো শেখায়,
নীরব সুখের প্রতীক সে যে আমার চলার উচ্ছ্বলতায়।
রাত কেঁদে কয় এলে শেষে প্রখর ঐ দিনের পরে,
ছড়িয়ে আছি তারার ডালা তোমারই আকাশ ঘরে,
বেঁধেছি প্রিয় তোমায় চাঁদের আলোর বাহু ডোরে।
শঙখ চিলে ডানায় করে উড়িয়ে নিলো মেঘের মাঝে,
পেলব বুকের শুভ্র তলে ঢেকে দিলো নিজের সাজে,
বলে, উপর থেকে দৃষ্টি মেলে সৃষ্টিকে নাও তুমি খুঁজে।
শুঁয়ো পোকার বুকটি কেটে প্রজাপতি বেড়িয়ে এলো,
রঙিন পাখার আবীরটুকু অপার সুখে মাখিয়ে দিলো,
ভালোবাসি তোকেই শুধু, বলেই সে যে জড়িয়ে নিলো।
কবিতার বইটি ভাবে কীভাবে প্রেম প্রকাশ করে,
আমার তরেই জন্মেছে সে যুগে যুগে বারে বারে,
সৃষ্টি মোহে আমার তরেই কবিদের জ্বালিয়ে মারে।
অপার প্রেমে জড়িয়ে ধরি রঙধনু রাত কবিতারে,
কেমন করে বোঝাই তাদের জন্ম নিলাম কারই তরে,
স্রষ্টা হাসেন বুকের তলে জীবন প্রদীপ জ্বালিয়ে ধরে।
উৎসর্গ : ফাতিহা, আমার কন্যা, যে অধীর হয়ে অপেক্ষা করে আছে, তাঁর মা তাঁরই অনুরোধে কখনো একটা বই লিখতে সক্ষম হবে সে পড়বে বলে.. ..