
ব্রিটিশ কলাম্বিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসকদের করা একটি গবেষণার সহ-লেখক ডা. বনি হেনরি বলেছেন, গ্রেটার ভ্যানকুভার ও ফ্রেজার ভ্যালির ৭০ থেকে ৮০ শতাংশ শিশু ও তরুণ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে। গবেষণাটিতে বলা হয়েছে, ২০ থেকে ৫৯ বছর বয়সী ৬০ থেকে ৭০ শতাংশ এবং ৬০ বছর ও তার বেশি বয়সী ৪০ শতাংশ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
৯ সেপ্টেম্বর প্রকাশিত প্রিপ্রিন্ট গবেষণাটিতে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সংক্রমণের সার্বিক হার ১৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশে। উচ্চ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট অবস্থা শক্তিশালী করায় সংক্রমণের হার বেড়েছে।
আউটপেশেন্চট ল্যাবরেটরি নেটওয়ার্ক থেকে সংগৃহীত ১৪ হাজার রক্তের নমুনার ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। গবেষকরা বলছেন, সংক্রমণের হারের সঙ্গে ভ্যাকসিন মিলে শক্তিশালী হাইব্রিট ইমিউনিটি গড়ে তুলেছে।