7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ব্যাট হাতে বোলারকে তুলোধুনো করছেন জাহ্নবী!

ব্যাট হাতে বোলারকে তুলোধুনো করছেন জাহ্নবী!
বলিউড তারকা জাহ্নবী কাপুর

ব্যাট হাতে বোলারকে তুলোধুনো করছেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী। কিন্তু হঠাৎ ক্রিকেট অনুশীলনে কেন নামলেন জাহ্নবী? এবার ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেখা যাবে বলিউড তারকা জাহ্নবী কাপুরকে। কোনো দলের খেলোয়াড় হিসেবে নন, নতুন সিনেমার জন্য ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা।

ক্রিকেট নিয়ে একটি সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এই প্রথম কোনো খেলোয়াড়ের ভূমিকায় তাকে দেখা যাবে। এই সিনেমাতে জাহ্নবীর সঙ্গে দেখা যাবে রাজকুমার রাওকে। মহেন্দ্র এবং মহিমা নামে দু’টি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের। এর আগেও ‘রুহি’ ছবিতে এক সঙ্গে কাজ করেছেন জাহ্নবী ও রাজকুমার রাও।

- Advertisement -

জাহ্নবী যদিও এই প্রথম ক্রিকেট খেলছেন এমন নয়। এর আগে দীনেশ কার্তিকের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল তাকে। শরণ শর্মা পরিচালনা করবেন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র। এর আগে জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’ ছবিটির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles