17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শুধু আরিয়ান নন, শাহরুখকেও সমস্যায় ফেলেছিলেন সমীর ওয়াংখেড়ে

শুধু আরিয়ান নন, শাহরুখকেও সমস্যায় ফেলেছিলেন সমীর ওয়াংখেড়ে - the Bengali Times I Bengali Newspaper in Canada
আরিয়ান শাহরুখ ও সমীর ডানে

মাদক পার্টি থেকে যিনি আরিয়ান খানকে আটক করেছিলেন, তিনি সমীর ওয়াংখেড়ে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা। সমীর ছদ্মবেশ নিয়ে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরীতে ওঠেন। শুধু আরিয়ানই নয়, অতীতে সমীরের জন্য সমস্যায় পড়েছিলেন শাহরুখ নিজেও।

১০ বছর আগে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। কিন্তু বিমানবন্দরে পা রাখতেই ঘটে বিপত্তি। বলিউডের ‘কিং’-কে আটকে দিয়েছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। সমীর তখন এনসিবি-র কর্মকর্তা নন। শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর। বিমানবন্দরে শাহরুখকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

- Advertisement -

জানা যায়, হল্যান্ড এবং লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ এবং তার পরিবার। ২০টি ব্যাগ বোঝাই করে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তারা। নিয়ম ভেঙে পার পাননি স্বয়ং শাহরুখ। দেড় লক্ষ রুপি জরিমানা দিতে হয়েছিল তাকে।

শুধু আরিয়ান ও শাহরুখ নন, সমীরের কারণে বলিউড তারকা অনুরাগ কাশ্যফ, বিবেক ওবেরয়, মিকা সিং, রাম গোপাল ভার্মাও সমস্যায় পড়েছেন। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর মাদক মামলায় তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর জেল হয়। সেই মামলায়ও যুক্ত ছিলেন সমীর। সূত্র : আনন্দবাজার পত্রিকা

- Advertisement -

Related Articles

Latest Articles