6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

হত্যার অভিযোগে কিশোর গ্রেফ্তার

হত্যার অভিযোগে কিশোর গ্রেফ্তার - the Bengali Times
ফাইল ছবি

 

গত মাসে স্কারবোরোর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রাণঘাতী গুলি চালানোর ঘটনায় একজন কিশোর ছেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

- Advertisement -

গত ২১ সেপ্টেম্বর বিকেলে পুলিশ এবং প্যারামেডিকদেরকে গিল্ডার ড্রাইভে ডাকা হয়েছিল, ইগ্লিনটন অ্যাভিনিউ ইস্ট এবং মিডল্যান্ড অ্যাভিনিউ এলাকায়, যেখানে তারা ১৭ বছর বয়সী জেবিয়ন লরেন্সকে ভবনের সামনে বন্দুকের গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

লরেন্সকে প্রাণঘাতী অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি শহরের ৫২তম হত্যার শিকার।
দুই সপ্তাহ পরে, বুধবার, পুলিশ ঘোষণা করে যে একজন সন্দেহভাজন, ১৬ বছর বয়সী একজন কিশোরকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। যুব ফৌজদারি বিচার আইনের শর্তে পুলিশ ছেলেটিকে শনাক্ত করতে পারে না।

পুলিশ যেকোনও ব্যক্তিকে হত্যার তদন্তকারীদের সাথে 416-808-7400 নম্বরে বা বেনামে 416-222-TIPS (8477) এ ক্রাইম স্টপারদের সাথে যোগাযোগ করতে বলে চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles