
খোলা বুকে লাড্ডু খেতে খেতে দিওয়ালির শুভেচ্ছা? উরফি জাভেদের ‘অশালীন আচরণ’ পছন্দ হয়নি অভিনেতা সুধাংশু পাণ্ডের। ঔদ্ধত্যের সীমা থাকা উচিত বলেই মনে করছেন ‘অনুপমা’ ধারাবাহিক খ্যাত অভিনেতা। উরফির দিকে আঙুল তুলে মন্তব্য করেন, ‘যদি তুমি পৃথিবীর অধীশ্বর না হও, তবে এ সব জঘন্য দৃশ্য দেখতেই হবে।’
উরফি জাভেদকে অনেকেই পছন্দ করেন না। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানোর মানুষও রয়েছে। সে সব গায়েও মাখেন না বলিউডের এই কিম্ভূত ফ্যাশনিস্তা। তবে সুধাংশুর প্রতিক্রিয়ায় চুপ থাকতে পারলেন না। পাল্টা রক্তব্য দিলৈন, ‘অনুপমা-য় সংলাপ পাচ্ছেন না বলেই কি উরফির ঘাড় দিয়ে একটু প্রচার করে নিচ্ছেন?’
পোশাক কিংবা শরীর নিয়ে কটাক্ষ সহ্য করতে পারেন না উরফি। এনিয়ে আগেও তার অনেকের সঙ্গে সংঘাত হয়েছে। সুধাংশুর উদ্দেশে উরফি বললেন, ‘কখনো দেখলাম না কোনো পুরুষ অথবা যৌন হেনস্তাকারীর বিরুদ্ধে প্রতিবাদ করছেন! কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, কারণ আমি যা অঙ্গে তুলছি, তা-ই আপনার মাথাব্যথার কারণ হচ্ছে।’
সম্প্রতি পোশাকের জন্যই আইনি সমস্যায় পড়েন উরফি। যৌনতার প্রদর্শন, অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। জানা যায়, উরফির সদ্য অভিনীত গানের ভিডিও ‘হায় হায় ইয়ে মাজবুরি’র দৃশ্যগুলোও নাকি এতে ইন্ধন জুগিয়েছে। তবে কি রিমেক গানে জিনাত আমনের আরো এক কাঠি ওপর পারদ চড়িয়েছেন উরফি?