
এখন থেকে কানাডা ভ্রমণকারীদের আর কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত প্রমাণপত্র দেখানোর প্রয়োজন নেই। উড়োজাহাজ ও ট্রেনে মাস্ক পরিধানও এখন ঐচ্ছিক। যদিও এখনো মাস্ক পরিধানের সুপারিশ করা হচ্ছে।
কানাডায় আসা লোকজনকে এখন থেকে আর দৈবচয়নভিত্তিতে কোভিড পরীক্ষা করা হবে না। এছাড়া যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে আর কানাডায় পৌঁছানোর পর বিচ্ছিন্নবাসে যেতে হবে না। দুই সপ্তাহা আগে যারা কানাডা প্রবেশ করেন এবং যাদেরকে কোয়ারেন্টিনে থাকার কথা ছিল, তাদেরকেও এ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া কানাডাগামী যাত্রীদের বিতর্কিত অ্যারাইভক্যান অ্যাপও আর পূরণ করতে হবে না। যদিও নির্দিষ্ট কিছু বিমানবন্দরে কাস্টমস ডিক্লারেশেনের প্রয়োজনে এখনো তারা এটি ব্যবহার করতে পারবেন।
ফেডারেল মন্ত্রীরা অক্টোবরের গোড়ার দিকে কোভিড-১৯ সংক্রান্ত জনস্বাস্থ্য বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দেন। তারা বলেন, কোভিড-১৯ এর সর্বশেষ ঢেউ চলে গেছে এবং ভ্রমণ এক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলবে না।
তবে প্রয়োজন পড়লে বিধিনিষেধ আবারও ফিরিয়ে আনা হবে বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জঁ-ইভস ডুকলো।