
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে জামান পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় বাইসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২ নভেম্বর) শ্রীরামপুর গ্রাফিকস টেক্সটাইল কারখানার সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসরাফিল হোসেন (৩৪) ও তার স্ত্রী স্বপ্না আক্তার। তারা গ্রাফিক্স টেক্সটাইল কারখানায় চাকরি করতেন।
নিহত ইসরাফিল হোসেন উপজেলার শোলধন গ্রামের নান্নু মিয়ার ছেলে।
সূত্র বলছে, প্রতিদিনের মতো বুধবার সকালে স্বামী-স্ত্রী বাইসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় বাসটি আটক করেছে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে গোলড়া হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে।
দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।