কাপুর পরিবারে এসেছে নতুন সদস্য। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট কন্যা সন্তানের মা হয়েছেন। আজ রোববার দুপুর ১২টা ৫ মিনিটে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া। নবজাতক ও আলিয়া ভাট দুজনেই সুস্থ রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অবশ্য কিছুদিন আগে জানা যায়, ২০ নভেম্বর সন্তানের জন্ম দেবেন আলিয়া ভাট। কিন্তু আজ সকালেই আলিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা তখনই ধারণা করেছিল, আজই সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া। অপেক্ষার প্রহর শেষে অবশেষে সন্তানের মুখ দেখলেন এই তারকা দম্পতি।
এর আগে গত জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন রণলিয়া। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে।
ওই সময় হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।