5.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

সিডনিতে ধর্ষণের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেফতার

সিডনিতে ধর্ষণের অভিযোগে শ্রীলংকান ক্রিকেটার গ্রেফতার - the Bengali Times

অস্ট্রেলিয়ার সিডনিতে ধর্ষণের অভিযোগে শ্রীলংকার বিশ্বকাপ স্কোয়াডের টপঅর্ডার ব্যাটার দানুশ গুনাথিলাকাকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

ক্রিসিক্সটাসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় সফররত ছিলেন দানুশ। একটি ইনজুরির জন্য টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি।

গুনাথিলাকা তার হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন।

বাঁহাতি এ ব্যাটার শ্রীলংকার হয়ে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম্বিয়ার সঙ্গে ওপেনিং ব্যাটার হিসেবে নামেন। সেই ম্যাচে শ্রীলংকা হেরে যায়।

এর আগেও একই অপরাধে জড়িয়েছেন গুনাথিলাকা। ২০১৮ সালে তাকে বরখাস্ত করেছিল শ্রীলংকার ক্রিকেট বোর্ড। শ্রীলংকায় নরওয়ের একজন নারীকে ধর্ষণের অভিযোগে তাকে ও তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles