রাজীব গান্ধী হত্যা মামলার আসামি নলিনী শ্রীহরণসহ ৬ জনকে মুক্তি দিয়েছে ভারতের উচ্চ আদালত। মূলত সোনিয়া গান্ধী বিষয়টি ক্ষমা করে দেওয়ায় আসামিদের মুক্তির পথ প্রসারিত হয়। ২০০০ সালে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে নলিনীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়। আর ২০০৮ সালে জেলে নলিনীর সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা গান্ধী।
সোনিয়া গান্ধী আসামিদের ক্ষমা করে দিলেও কংগ্রেসের অবস্থান ভিন্ন। দলটি সোনিয়া গান্ধীর এ অবস্থানের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে। দলের পক্ষ থেকে তারা হত্যাকারীদের মুক্তির সমালোচনা করেছে।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি আইনি পথে মোকাবিলা করবে।
কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, ‘সেটি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত অবস্থান। কিন্তু দল হিসেবে কংগ্রেস এর সঙ্গে একমত নয়। কংগ্রেসের অবস্থান পরিষ্কার। কংগ্রেস কখনোই সোনিয়া গান্ধীর সেই মতামতের সঙ্গে একমত নয়।’
অভিষেক মনু সিংভি বলেন, ‘রাজীব গান্ধীর হত্যা আর পাঁচটা অপরাধের মতো নয়। এটা একটা জাতীয় সমস্যা, কোনো স্থানীয় হত্যাকাণ্ড নয়। আমাদের এই বিষয়ে স্পষ্ট মত রয়েছে। কারণ আমাদের মতে, একজন বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রীর হত্যা দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, পরিচয়ের সঙ্গে জড়িত। এই কারণেই কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে কখনো একমত হয়নি।’
আসামিদের মুক্তি দেওয়ার প্রতিক্রিয়ায় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল। কোনো ভাবেই এটা মেনে নেওয়া যায় না।’
My statement on the decision of the Supreme Court to free the remaining killers of former PM Shri. Rajiv Gandhi pic.twitter.com/ErwqnDGZLc
— Jairam Ramesh (@Jairam_Ramesh) November 11, 2022
জয়রাম রমেশ বলেন, ‘কংগ্রেস স্পষ্টভাবে এই রায়ের সমালোচনা করে এবং এটি সম্পূর্ণ ভুল বলে মনে করে। সব চেয়ে দুর্ভাগ্যজনক হল যে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে ভারতের ভাবাবেগের সঙ্গে সংগতিপূর্ণ সিদ্ধান্ত নেয়নি।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালে রাজীব গান্ধীর স্ত্রী এবং কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে নলিনী শ্রীহরণের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সোনিয়া গান্ধী ক্ষমার আবেদন করেন। সোনিয়া গান্ধী উল্লেখ করেন, নলিনীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন তিনি গর্ভবতী ছিলেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরুমবুদুরে জনসভায় যোগ দিতে গিয়ে শ্রীলঙ্কার তামিল টাইগার্সের (এলটিটিই) এক সদস্যের আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী।