6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

পাকিস্তান ফাইনাল খেলার যোগ্য ছিল না : আমির

পাকিস্তান ফাইনাল খেলার যোগ্য ছিল না : আমির

পর পর দুটি ফাইনালে হার। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও হাত ফসকে গেছে পাকিস্তানের। দলের এমন পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের সক্ষমতা নিয়ে। যেখানে মোহাম্মদ আমিরের মন্তব্য ‘এই দল বিশ্বকাপ খেলার যোগ্যই নয়।’ পাশাপাশি প্রশ্ন তুলেছেন বাবর আজমে অধিনায়কত্ব নিয়েও।

- Advertisement -

ফাইনালে হারের পর ক্ষোভ উগরে দিয়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এক টিভি চ্যানেলকে এই তারকা বলেন, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ফাইনালে ওঠা বিশাল ব্যাপার। কিন্তু আমরা ফাইনাল খেলার যোগ্যই ছিলাম না। সবাই জানে, আমরা কিভাবে উঠেছি। ব্যাটারদের পারফরম্যান্স দেখলেই সব বুঝবেন। আগেই বলেছি, আমাদের ব্যাটাররা সিডনির বাইরে সংগ্রাম করবে। মেলবোর্নে ঠিক সেটাই হয়েছে। এটা হওয়ারই ছিল।’

সাবেক ক্রিকেটারদের একটা মহল আগে থেকেই বাবর আজমের নেতৃত্বে সন্তুষ্ট নয়। বিশেষ করে এশিয়া কাপ এবং পাকিস্তানের মাটিতে ইংল্যান্ডের সাথে সিরিজের পরে সমালোচনা আরো জোরদার হয়েছে। এবার তাতে যোগ দিলেন আমির। তার দাবি, বাবরের সাহসহীন সিদ্ধান্তের কারণেই ফাইনালে হারতে হয়েছে পাকিস্তানকে।

আমির বলেন, ‘বাবরকে বলছি, তুমি সাহসী সিদ্ধান্ত নাওনি। ওদের ব্যাটার হ্যারি ব্রুক শাদাবের বলে অস্বস্তিতে ছিল। পরে শাদাবই ওকে আউট করেছে। ওই উইকেটে আর্ম বল খুব ভালো ধরছিল। এটা জেনেও তুমি মোহাম্মদ নওয়াজকে বোলিংয়ে আনলে না কেন? এখন তো বলবে যে আমি তোমার সমালোচনা করছি। কিন্তু যখন তুমি হারবে, এ বিষয়গুলো লুকিয়ে রাখতে পারবে না।’

- Advertisement -

Related Articles

Latest Articles