7.3 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ফারদিনের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণে, মাথায়-পাঁজরে আঘাতের চিহ্ন

ফারদিনের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণে, মাথায়-পাঁজরে আঘাতের চিহ্ন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যু হয়েছে আঘাতজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে। তার মাথায় ও বুকের পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

- Advertisement -

বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও শেখ ফরহাদ এই ময়নাতদন্তের প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দিয়েছেন।

সিভিল সার্জন এএফএম মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘ফারদিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার বুকের দুপাশে দুই-তিনটি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন আমরা পেয়েছি। পাশাপাশি তার মাথায় চার-পাঁচটি আঘাতের চিহ্ন ছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।’

এর আগে গত ৮ নভেম্বর দুপুরে ফারদিনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৪ নভেম্বর নিখোঁজ হন ফারদিন। ৫ নভেম্বর এ ঘটনায় তার বাবা নুর উদ্দিন রানা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ৯ নভেম্বর রামপুরা থানায় ফারদিনের বান্ধবী বুশরাকে আসামি করে মামলা করেন ফারদিনের বাবা। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles