
যৌন হয়রানির অভিযোগে টরন্টোর এক মাসাজ থেরাপিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। যৌন নিপীড়নের তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হল্টন রিজিয়নাল পুলিশ।
ঘটনাটি ঘটে চলতি বছরের জুলাইয়ে হল্টন হিলসের একটি স্পা সেন্টারে। মাসাজ সেবা নেওয়ার পর ভুক্তভোগী এক নারী পুলিশকে ফোন করেন। এ ঘটনায় গত ৮ নভেম্বর সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ৬৬ বছর বয়সী লি মিং চুর বিরুদ্ধে এক কাউন্ট যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। এ ধরনের আরও ভুক্তভোগী রয়েছেন বলে বিশ^াস তদন্তকারীদের।
চু গ্রেটার টরন্টোর বিভিন্ন স্থানে রেজিস্টার্ড মাসাজ থেরাপিস্ট হিসেবে কাজ করতেন। এক সংবাদ বিজ্হপ্তিতে পুলিশ জানিয়েছে, আমাদের নীতির কারণে এই সময়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়।
আদালতে হাজিরা দেওয়ার শর্তে চুকে পুলিশের হেফাজত থেকে মুিিক্ত দেওয়া হয়েছে। এ ব্যাপারে কারো কাছে আর কোনো তথ্য থাকলে এইচআপিএস চাইল্ড অ্যান্ড সেক্সুয়াল অ্যাসল্ট (সিএএসএ) ইউনিটের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।