12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

আগামীকাল বিদ্যুতের নতুন দাম ঘোষণা

আগামীকাল বিদ্যুতের নতুন দাম ঘোষণা - the Bengali Times

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল সোমবার এই ঘোষণা দেবে সংস্থাটি। তবে গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না।

- Advertisement -

রোববার (২০ নভেম্বর) এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)-এর বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনর্নির্ধারণ বিষয়ে ১৩ অক্টোবর বিইআরসি আদেশ নম্বর- ২০২২/১৯ পুনর্বিবেচনা-সংক্রান্ত কমিশন আদেশ আগামী ২১ নভেম্বর সোমবার দুপুর ১২টায় কমিশন কর্তৃক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেয়। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়েছে। এরপর ১৩ অক্টোবর দাম না বাড়ানোর ঘোষণা দেয় কমিশন। তবে কমিশন সে সময় এই প্রস্তাবের বিপরীতে রিভিউ করার সুযোগ রেখে দেয়। সেই সুযোগটিই নেয় পিডিবি। গত সোমবার তারা রিভিউ আপিল করে। এক সপ্তাহের যাচাই-বাছাই শেষে সোমবার নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বিইআরসি।

এদিকে যেহেতু বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এখনও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়নি। সেহেতু গ্রাহকপর্যায়ে এখনই বাড়ছে না বিদ্যুতের দাম। তবে পাইকারি বিদ্যুতের দাম বাড়লে গ্রাহকপর্যায়েও বিদ্যুতের দাম বাড়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের পাইকারি দাম ইউনিট প্রতি ৫ টাকা ১৭ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

- Advertisement -

Related Articles

Latest Articles