9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কাতার স্টেডিয়ামে ‘ঝলক’ দেখালেন নোরা ফাতেহি

কাতার স্টেডিয়ামে ‘ঝলক’ দেখালেন নোরা ফাতেহি - the Bengali Times
বলিউড তারকা নোরা ফাতেহি

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাতার পৌঁছেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। গতকাল মঙ্গলবার দোহায় পৌঁছে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন তিনি।

নেদারল্যান্ডস-কাতার খেলা চলার সময় আল বাইত স্টেডিয়ামে দেখা যায় নোরাকে। গ্যালারিতে বসে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লাইট দ্য স্কাই’ গাইতে এবং তার সঙ্গে নাচতে দেখা যায় ‘দিলবার গার্ল’কে। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

- Advertisement -

আরব শিল্পীদের মধ্যে নোরা ফাতেহিরই ইনস্টাগ্রামে সবচাইতে বেশি ফলোয়ার বলে এ ফিফার এক বিবৃতিতে জানানো হয়। তার ফলোয়ার সংখ্যা এখনই ৪ কোটি ২০ লাখ।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। নৃত্যশিল্পী হয়ে আট বছর আগে বলিউড অভিষেক হয় তার। এরপর থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন।

বলিউডের নোরার পারফর্ম করা ‘আইটেম সং’- এর ছবিগুলো হলো ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ও ‘বাটলা হাউস।

- Advertisement -

Related Articles

Latest Articles