
উরফি জাভেদ মানে চমকে দেওয়ার মতো পোশাক, সঙ্গে অনেকটা বির্তক। কটাক্ষ, বির্তক নিত্যসঙ্গী তার। ছকভাঙা মেয়েকে পোশাকের জন্য কম কথা শুনতে হয় না। কিন্তু তিনি সে সবে কান দেন না। নিজেই নিজের পোশাক বানিয়ে তাক লাগিয়ে দেন ভক্তদের। সম্প্রতি একটি রিল ভিডিও পোস্ট করেন উরফি। সেখানে পোশাক ছাড়াই ধরা দেন তিনি।
এতদিন পোশাক ও তার নকশা নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার অভিনেত্রী পোশাক নয়, শরীর ঢাকলেন অভিনব উপায়ে। দেখে মনে হবে যেন কেউ আটকে রেখেছেন উরফিকে। ছবির ক্যাপশনে উরফি লেখেন, ‘ধরা পড়েছি অর্ন্তজালে’। অভিনেত্রী তার উর্ধাঙ্গ ও নিম্নাঙ্গ ঢেকেছেন লাল রঙের টেপ দিয়ে। সাদা মেঝেতে আটকে রয়েছেন উরফি। চুলে লম্বা ঝুঁটি যেন নকশা কেটেছে মেঝেতে।
পোশাকে অভিনবত্ব নতুন কিছু নয় উরফির কাছে। চটের বস্তা থেকে শুরু করে খবরের কাগজ, অ্যালুমিনিয়ামের তার- সবই তুলেছেন অঙ্গে। তার এই কিম্ভুত ফ্যাশনের যেমন সমালোচনা হয়, তেমন তার সৃজনশীল মস্তিষ্কের তারিফও করেন অনেকেই।