8.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমার বিয়ে আর হবে না, করছি না : নুসরাত ফারিয়া

আমার বিয়ে আর হবে না, করছি না : নুসরাত ফারিয়া - the Bengali Times
অভিনেত্রী নুসরাত ফারিয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সমানতালে কাজ করছেন ঢালিউড-টালিউডে। ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয় এই নায়িকার। কথা ছিল, ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। মাঝে দুইবার ডিসেম্বর এলো, আবার চলেও গেল; কিন্তু বিয়ের সানাই আর বাজল না।

কারণ হিসেবে ফারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘এত জানার দরকার কী? ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা— এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না।’ তবে নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি পাত্র-পাত্রী দুজন মিলে নিয়েছেন। সংবাদমাধ্যমে ফারিয়া আরও বলেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না। জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনও হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’

- Advertisement -

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী সংবাদমাধ্যমে আরো বলেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’

বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয় ফারিয়ার মনে। তার কথায়, ‘আশেপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।’

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত ফারিয়া। নজরে আসেন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে। কাজ করেছেন বিজ্ঞাপন চিত্রে। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বড়পর্দায় আগমন নুসরাত ফারিয়ার।

- Advertisement -

Related Articles

Latest Articles