2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে: নুসরাত ফারিয়া

সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে: নুসরাত ফারিয়া - the Bengali Times
নুসরাত ফারিয়া

২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, রনির সঙ্গে বিয়েটা করছেন না তিনি। যদিও তার কোনো কারণ নুসরাত জানাননি। বিয়ে ভেঙে গেলেও রনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন নুসরাত।

নুসরাত ফারিয়া বলেছেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক নয়’।

- Advertisement -

২০১৫ সালে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নুসরাতের। এরপর বেশ কিছু জনপ্রিয় ছবিতে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি গানও করেন। একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এ বছর নুসরাতের ‘অ‌পারেশন সুন্দরবন’ ছবিটি মুক্তি পেয়েছে। হাতে আছে ‘ভয়’, ‘রকস্টার’, ‘বিবাহ অভিযান টু’সহ একগুচ্ছ ছবি।

- Advertisement -

Related Articles

Latest Articles