
বিবেক ও ঐশ্বরিয়া
বলিউড নায়ক বিবেকের সঙ্গে সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ছিল অনেকটা ওপেন সিক্রেট। ঐশ্বরিয়া-বিবেক দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন।
একটা পর্যায়ে তাদের প্রেম পরিণতি পায়নি। ২০০৩ সালে একে-অপরের থেকে আলাদা হয়ে যান বিবেক আর ঐশ্বর্য।
এর পর বিবেক ২০১০ সালে বিয়ে করেন প্রিয়াঙ্কা আলভাকে, যিনি কর্নাটকের মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। এখন দুই সন্তান নিয়ে তার সুখের সংসার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেককে প্রশ্ন করা হয় তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া সম্পর্কে।
তার কাছে জানতে চাওয়া হয়, ক্যারিয়ারের শুরুর দিকেই যদি তিনি ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে না আনতেন, তা হলে ব্যাপারটা কি অন্যরকম হতো?
মুখে হাসি নিয়েই এই প্রশ্নের জবাব দেবেন না বলে জানিয়ে দেন অভিনেতা। বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ এটি এখন অতীত। তবে তরুণদের জন্য কিছু উপদেশ রয়েছে আমার। যারা আমার সাক্ষাৎকার দেখছেন, একটা জিনিস মাথায় রাখবেন— আপনি যদি সত্যিই আপনার কাজের প্রতি মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ হন এবং আপনি যদি এটিকে নিজের একশভাগ দিয়ে থাকেন, তবে আমার একমাত্র উপদেশ হলো যে— খেয়াল রাখবেন আপনার পেশাদারিত্বের ওপর; আপনার প্রতিভার ওপর যেন কেউ আক্রমণ করতে না পারে। কারণ এটা কাজের প্রতি আপনার ফোকাসকে নষ্ট করবে।