
ছবি সংগৃহীত
কাতার বিশ্বকাপে নকআউট পর্বে স্পেন এবং পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আফ্রিকান মুসলিম দেশ মরক্কো। দেশটির অন্যতম সেরা তারকা আশরাফ হাকিমি। তার স্ত্রী হিবা আবুক। ১৯৮৬ সালের ৩০ অক্টোবর স্পেনের মাদ্রিদে জন্ম হয় তার। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার আলোচনায় এই তারকা দম্পতি। এবার তাদের নিয়ে টুইটারে পোস্ট করেছেন লেখিকা তসলিমা নাসরিন।
টুইটে হাকিমি-হিবা দম্পতির ছবি দিয়ে লিখেছেন, ‘মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি এবং তার স্ত্রী। তারা মুসলিম এবং তারা বোরখা অথবা হিজাব পড়েন না।’
আশরাফ হাকিমির স্ত্রী হিবা আবুক আরবি ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করার পাশাপাশি নাটকের ওপরও ডিগ্রি নিয়েছেন। তিনি স্প্যানিশ, আরবি ছাড়াও ফরাসি, ইংরেজি ও ইতালিয়ান ভাষা জানেন।
২০০৮ সালে টিভি সিরিজ দিয়ে অভিনয় শুরুর কয়েক বছর পর হিবা খ্যাতি পান টিভি সিরিজ ‘এল প্রিন্সিপ’-এ ফাতিমা চরিত্রে অভিনয় করে। টিভি সিরিজ ছাড়াও আটটি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।