12.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

২ বছরের শিশুকে প্রায় গিলেই ফেলেছিল জলহস্তীটি, অতঃপর…

২ বছরের শিশুকে প্রায় গিলেই ফেলেছিল জলহস্তীটি, অতঃপর… - the Bengali Times
ছবি সংগৃহীত

দুই বছরের একটি ছেলেশিশুকে প্রায় গিলে ফেলেছিল বিশাল এক জলহস্তী। কিন্তু গিলতে না পেরে আবার বের করে ফেলায় প্রাণে বেঁচে যায় শিশুটি। এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে উগান্ডায়।

পুলিশ জানায়, শিশুটিকে গিলে ফেলতে দেখেই ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ব্যক্তি এই বিশাল প্রাণীটিকে পাথর ছুড়তে শুরু করেন।

- Advertisement -

এরপর জলহস্তীটি শিশুটিকে মুখের ভেতর থেকে বের করে দেয়।

উগান্ডার ক্যাপিটাল এফএম রেডিও জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক শিশুটি রবিবার কাটওয়ে কাবাতোরো শহরের একটি হ্রদের তীরে খেলছিল। বাড়ির পাশেই হ্রদ থেকে উঠে আসা একটি ক্ষুধার্ত জলহস্তী তার বিশাল চোয়াল দিয়ে শিশুটিকে মুখের ভেতর ঢুকিয়ে ফেলে। তাকে গিলে ফেলার আগেই ওই ব্যক্তি দ্রুত এগিয়ে আসেন। তার নাম ক্রিস্পাস ব্যাগনজা। তিনি সঙ্গে সঙ্গে পাথর ছুড়তে শুরু করেন। ফলে ছেলেটিকে ‘বমি’ করে বের করে ফেলে জলহস্তীটি।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটিকে এরপর কঙ্গোর নিকটবর্তী শহর বাভেরাতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles