12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

হিরো আলমের কাছে মনোনয়ন ফরম বিক্রি করলো না জাপা

হিরো আলমের কাছে মনোনয়ন ফরম বিক্রি করলো না জাপা - the Bengali Times

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হতে চেয়েছিলেন হিরো আলম নামে পরিচিত আশরাফুল হোসেন আলম। কিন্তু তাঁর কাছে দলীয় মনোনয়ন ফরমই বিক্রি করেনি জাপা।

- Advertisement -

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য সংসদের পাঁচটি আসনের উপনির্বাচন হবে ১ ফেব্রুয়ারি। তফসলি অনুযায়ী ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়া জাপা বৃহস্পতিবার বনানী কার্যালয় থেকে দলীয় ফরম বিক্রি শুরু করে।

ফরম কিনতে বৃহস্পতিবার দুপুরে কয়েকজনকে সঙ্গে নিয়ে বনানীতে যান হিরো আলম। কিন্তু জাপার দপ্তর থেকে জানানো হয়, তাঁর কাছে ফরম বিক্রি করা হবে না। জাপার দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান বলেছেন, দলীয় মনোনয়ন ফরম শুধুমাত্র দলের নেতাকর্মীদের কাছে বিক্রি করা হবে।

তারপর যাচাইবাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে। হিরো আলম জাপার কেউ নন। তাই তাঁর কাছে ফরম বিক্রি করা হয়নি। এদিকে এতে ক্ষুব্ধ হিরো আলম জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles