
প্রতীকী ছবি
সব সম্পর্কেই থাকলে মতবিরোধ থাকে। এক ছাদের নীচে থাকতে গেলে একে অপরের সঙ্গে মতবিরোধ হওয়া অস্বাভাবিক। না হলেই বরং চিন্তার বিষয়। কারণ সবার একটি নিজস্ব মতামত থাকা উচিত।
তবে অভিমান পুষে রাখলে আরো বড় সমস্যা ডেকে আনতে পারে। তাই ঝগড়া শেষে মনে অভিম্ন পুষে রাখবেন না। এই ক্ষেত্রে যা করতে পারেন।
** রাগ হলে মানুষ তার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। যাই হোক রাগ শেষে পারস্পরিক আলোচনার মাধ্যমে নিজেদের চিন্তাধারা একে অপরের কাছে খোলাখুলি বললে অনেকটা সহজ হয়ে আসে বিষয়। নিজের রাখের ওপরও নিয়ন্ত্রণ রাখতে হবে। রুক্ষ না হয়ে যুক্তিসম্মত ভাবে একে অন্যের কথা শুনতে হবে।
** ব্যস্ত জীবনে সারা দিনে একে অপরকে একবারের বেশি সময় দিতে পার না অনেকে। তাই সপ্তাহে একই দিনে ছুটি নিন। ওই দিনই দুইজনের মনের কথা বলেরমন হালকা করুন। ছুটি নিয়ে ঘুরেও আসতে পারেন।
** সঙ্গী কতটা দোষ করেছেন তা নিয়ে আলোচনা না করে দুইজনে নিজেদের দোষের তালিকা তৈরি করুন। আপনি কী কী ভুল করেছেন। সঙ্গীকেও সুযোগ করে দিন তার ভুলগুলি স্বীকার করার। দেখবেন ঝগড়া হবে না বরং সুন্দর একটা সম্পর্ক হবে।
সূত্র : আনন্দবাজার।