
৩৪ বছর বয়সী ক্রেইগ টাস্কারকে ধরতে কাডাজুড়ে গ্রেপ্তারি পরোয়ানি জারি করেছে পুলিশ। সার্নিনা, হ্যামিল্টন, লন্ডন ও কিংসটে তার নিয়মিত যাতায়াত আছে বলে জানা গেছে।
অন্টারিও পুলিশের রিপিট অফেন্ডার প্যারোল এনফোর্সমেন্ট (আরওপিই) স্কোয়াড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধিবদ্ধ মুক্তির শর্ত ভঙ্গ করায় তাকে খোঁজা হচ্ছে।
খেলনা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি ও অন্যান্য অভিযোগে ৪ বছর ১১ মাসের কারাভোগ করছেন টাস্কার। পুলিশের ভাষ্য অনুযায়ী, বাদামি চুল ও হ্যাজেল আইয়ের এই ব্যক্তির ওজন ১৮০ পাউন্ড। টাস্কারের শরীরে একাধিক ট্যাটু রয়েছে। তার বাম গালে বিশেষ একটি চিহ্ন, ঘাড়ের ডানপাশে সৈন্য, বাম হাতে ইটেল দেওয়াল এবং ডান হাতে ‘এনবিকে’ লেখাসম্বলিত ট্যাটু রয়েছে। তাকে সনাক্ত করার চেষ্টার অংশ হিসেবে শনিবার পুলিশ তার একটি ছবি প্রকাশ করেছে। তার অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে প্রভিন্সিয়াল আরওপিই স্কোয়াডকে ৪১৬-৮০৮-৫৯০০ নাম্বারে জানানোর অনুরোধ করা হয়েছে।